নভেল করোনাভাইরাস সংক্রমণে সর্বশেষ ঝড় মোকাবেলায় অর্থনৈতিক বিধ্বস্ততার মধ্যেও চলমান জরুরি অবস্থা আরো এক মাস দীর্ঘায়িত এবং বড় বড় মেট্রো অঞ্চলে প্রসারিত করার পরিকল্পনা করছে জাপান। গতকাল সংসদের নিম্নকক্ষ জরুরি আদেশ লঙ্ঘনে জরিমানার বিষয়টি অনুমোদন করেছে। ফলে নির্দেশ অনুযায়ী দ্রুত বন্ধ না করলে বার ও রেস্তোরাঁগুলোকে জরিমানার মুখে পড়তে হবে। আইনটি এ সপ্তাহের শেষ দিকে প্রধানমন্ত্রী ইয়োশিদে সুগার জোট নিয়ন্ত্রিত সংসদের উচ্চকক্ষে চূড়ান্ত অনুমোদন পাবে বলে আশা করা হচ্ছে। খবর ব্লুমবার্গ।
টোকিও, ওসাকা, নাগোয়াসহ ১১টি অঞ্চলজুড়ে জরুরি অবস্থা দেশটিতে সংক্রমণ রুখে দিতে সহায়তা করেছে। ফলে সংক্রমণের সংখ্যা কমে যেতে শুরু করেছে। যদিও সুগার সরকার বলেছে, সংক্রমণের সংখ্যা এখনো উদ্বেগজনক বেশি রয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সরকার ৭ ফেব্রুয়ারি শেষ হতে যাওয়া পূর্বে ঘোষিত জরুরি অবস্থা আরো এক মাস বাড়ানোর পরিকল্পনা করছে। এছাড়া অবস্থার উন্নতি হওয়ায় জরুরি অবস্থার তালিকা থেকে তোচিগি প্রদেশের নাম বাদ দেয়ার সম্ভাবনা রয়েছে।