জাপানের ওকিনাওয়া দ্বীপের এক গুহা থেকে বিশ্বের প্রাচীনতম দুটি বড়শির সন্ধান পেয়েছেন প্রত্মতাত্ত্বিক গবেষকেরা। ধারণা করা হচ্ছে এই বড়শি দুটি কমপক্ষে ২৩ হাজার বছর পুরোনো। সেসময় বড়শি দুটি শামুক কেটে তৈরি করা হয়েছিল। গবেষকদের দাবি, তার চেয়েও আগে এই দ্বীপটিতে মানুষের বসতি শুরু হয়। তাদের হিসেবে এ সময়টা হবে ৩৫ থেকে ৩০ হাজার বছর। অর্থাৎ কমপক্ষে ৩০ হাজার বছর আগে থেকেই এই দ্বীপে মানুষের বসতি গড়ে ওঠে।
মানুষের বসতির সময়কাল নিয়ে একদল প্রত্নতাত্ত্বিক ওকিনাওয়া দ্বীপে গবেষক চালাচ্ছিলেন। সেই গবেষণার প্রতিবেদনটি প্রকাশ করে মার্কিন বিজ্ঞান সাময়িকী প্রসিডিংস অব দ্যা ন্যাশনাল একাডেমি অব সায়েন্স।