আমি শূন্যতার মাঝে বেঁধেছি আমার ঘর,
পর কে করেছি আপন আপনাকে পর,
নিজের ঘরের অচেনা উঠোন,
চৌকি পেতে করি কবিতার আসর,
হাত তালি দিয়ে যায় অচেনা
পথিক কিছু কাক পক্ষি,
তারপর আবার আমার আবছা ঘরের কোন।
শূন্যতাকেই সঁপেছি আপন প্রান ,
লেনদেন নেই মুদির দোকানে,
জুতো সেলাই আমি নিজেই করি,
হেঁশেলে মুরগী কাঁটা হয়,
কেটলিতে কলকলে ফুটন্ত সবুজ চা,
মাঝে মাঝে লেপ তোষক রৌদ্রে পুঁড়াই,
শীতের কাপড় ধুই,
কোনও কোনও রাতে অন্ধকারেই অশ্রু করি পান ।
আমি শূন্যতাকেই সঁপেছি আপন প্রান । ১৩১২০১৭