উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের আগে মঙ্গলবার রাতে বরুসিয়া ডর্টমুন্ড টিমের বাসকে লক্ষ্য করে তিনটি বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে স্প্যানিশ ফুটবলার মার্ক বারত্রা আহত হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তার আঘাত গুরুতর নয়। টিম হোটেল থেকে ছেড়ে আসার কিছুক্ষণ পর ডর্টমুন্ডের বাসে তিনটি বিস্ফোরণ ঘটে। বাসটি তখন একটি মোড় ঘুরছিল এবং বাসের গতিও কম ছিল। বিস্ফোরণে বাসের জানালার কাঁচ ভেঙে গেছে। আহত হয়েছেন ডিফেন্ডার বারত্রা। এতে অন্যান্য খেলোয়াড়রা হতভম্ভ হয়ে বাসে মেঝেতে শুয়ে পড়েন। পরবর্তীতে তাদেরকে নিরাপদে সরিয়ে নিয়েছে জার্মান পুলিশ। জার্মানির নিরাপত্তা সংস্থাগুলো জানিয়েছে, বাসকে লক্ষ্য করেই বিস্ফোরণ ঘটানো হয়েছে।
ফ্রেঞ্চ ক্লাব মোনাকোর বিপক্ষে সিগন্যাল ইদুনা পার্কে ডর্টমুন্ডের ম্যাচটি বাতিল করা হয়েছে। শেষ আটের প্রথম লেগের ম্যাচটি বুধবার অনুষ্ঠিত হবে।