উত্তর কোরিয়ার সম্ভাব্য উস্কানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্ক রয়েছে জাপান। জাপানি প্রধানমন্ত্রী শিনযো আবে গতকাল সংসদে বলেন, কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্র মুক্ত করা জাপানের একটি লক্ষ্য। তিনি আরও বলেন, উত্তর কোরিয়ার কাছে ইতোমধ্যেই সারিন স্নায়ু গ্যাস বহনকারী ক্ষেপণাস্ত্র থাকতে পারে।
জাপানের সরকার সংশ্লিষ্ট দেশগুলোর সাথে একযোগে উত্তর কোরিয়ার উপর তাদের পরমাণু এবং ক্ষেপণাস্ত্র প্রকল্প পরিত্যাগের জন্য আরও চাপ প্রদান করার সঙ্কল্প ব্যক্ত করেছে। বিশেষ করে, জাপান আকস্মিক যেকোন পরিস্থিতির প্রস্তুতিতে যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখবে।
উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক শক্তি প্রস্তুত এবং একতরফা আক্রমণের সম্ভাবনার ইঙ্গিত দিলেও, যুক্তরাষ্ট্র পিয়ংইয়াংকে সহযোগিতায় রাজি করানোর জন্য আরও বড় ভূমিকা পালন করতে চীনের প্রতি আহ্বান জানিয়ে আসছে।
সূত্র: এনএইচকে ওয়ার্ল্ড বাংলা