বদরুল বোরহান:
বিজি প্রেসে প্রশ্ন ছাপে, সে প্রশ্ন হয় ফাঁস,
শিক্ষা বিভাগে মারে মাছি, কাটে তারা ঘাস।
ইন্টারনেটে প্রশ্ন পেয়ে কেউবা দেখায় দাঁত,
বাকিরা সব আঙুল চোষে, কারো মাথায় হাত।
উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চলছে অহর্নিকা,
প্রশাসনের দুর্বলতায় ছড়ায় কারা বিষ?
‘লজ্জা’ ‘শরম’ শব্দ দুটো হলো দেশান্তর,
অভিধানে আজো আছে, ছিল জীবনভর।
দায়বদ্ধতার নেই যে বালাই, দেই না তো কেউ ছাড়,
দেশটা জুড়ে ক্রমাগত বাড়ছে গোপাল ভাঁড়।
‘উদ্ভট এক উটের পিঠে’ চলছে যখন দেশ,
কোথায় যে তার গন্তব্য, কোথায় যে তার শেষ!