বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজের জন্য সোমবার দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড। দলের অধিনায়কের দায়িত্ব থাকছে উইলিয়াম পোর্টারফিল্ডের কাঁধেই। দলে নতুন মুখ একটি। ভারতীয় বংশোদ্ভূত অলরাউন্ডার সিমি সিং প্রথমবারের মতো আইরিশ দলে ডাক পেয়েছেন। সদ্য সমাপ্ত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে দলে থাকা অ্যান্ডি ম্যাকব্রাইন বাদ পড়েছেন।
গেল রোববার ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশ দল আয়ারল্যান্ডে পৌঁছেছে। আগামী শুক্রবার ত্রিদেশীয় সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মুখোমুখি হবে মাশরাফি বিন মুর্তজার দল। ডাবলিনের ম্যালাহাইডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টা ৪৫ মিনিটে। তার আগে আগামীকাল বুধবার প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড উল্ভসের বিপক্ষে মাঠে নামবেন টাইগাররা।
ত্রিদেশীয় সিরিজের আরেক দল নিউজিল্যান্ড।
আয়ারল্যান্ড দল: উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), অ্যান্ড্রু ব্যালবার্নি, পিটার চেজ, জর্জ ডকরেল, এড জয়েস, টিম মুরতাঘ, সিমি সিং, ব্যারি ম্যাককার্থি, কেভিন ও’ব্রায়েন, নায়াল ও’ব্রায়েন, পল স্টার্লিং, স্টুয়ার্ট থম্পসন, গ্যারি উইলসন, ক্রেইগ ইয়াং।
ত্রিদেশীয় সিরিজের সূচি:
১২ মে- বাংলাদেশ-আয়ারল্যান্ড
১৪ মে- আয়ারল্যান্ড-নিউজিল্যান্ড
১৭ মে- বাংলাদেশ-নিউজিল্যান্ড
১৯ মে – আয়ারল্যান্ড-বাংলাদেশ
২১ মে – আয়ারল্যান্ড-নিউজিল্যান্ড
২৪ মে – বাংলাদেশ-নিউজিল্যান্ড
*সবগুলো ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকাল ৩টা ৪৫মিনিটে।