উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপকে অগ্রহণযোগ্য বলে নিন্দা জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে। তিনি সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো সতর্ক বার্তা সত্ত্বেও এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মত একটি ব্যালিষ্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করায় পিয়াং ইয়াং এর কাছে তিনি তীব্র প্রতিবাদ জানাবেন।
তিনি আশা প্রকাশ করেন, এ সপ্তাহে অনুষ্ঠেয় সাতটি শিল্পোন্নত দেশের জোট জি-৭ এর সভায় মূল আলোচ্যসূচি হিসেবে এটি আলোচিত হবে। মি. আবে বলেন, তিনি এ সম্পর্কে একটি স্পষ্ট বার্তা দেয়ার প্রত্যাশা করেন। তিনি আরও বলেন, এটি নির্দ্বিধায় বলা যায় যে বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার পাশাপাশি চীন এবং রাশিয়ার সংগে সহযোগিতা জাপানের জন্য গুরুত্বপূর্ণ।