জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে, উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নতুন প্রস্তাবটি বাস্তবায়ন করতে দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন। নিরাপত্তা পরিষদের সদস্যরা সর্বসম্মতভাবে প্রস্তাবটির পক্ষে ভোট দেয়ার পর তিনি একটি মন্তব্য প্রকাশ করেন। মিঃ আবে, এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বার বার আন্তর্জাতিক সম্প্রদায়ের সতর্কতা উপেক্ষা করে উত্তর কোরিয়ার অব্যাহত উস্কানিমূলক পদক্ষেপ পুরোপুরি অগ্রহণীয় বলে উল্লেখ করেন।
মিঃ আবে, আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান গুরুত্বের সঙ্গে নিতে এবং সম্পূর্ণ ও কঠোরভাবে জাতিসংঘের গৃহীত প্রস্তাব মেনে চলতে উত্তর কোরিয়ার প্রতি দাবি জানান। তিনি, পরমাণু পরীক্ষা এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপসহ উস্কানিমূলক পদক্ষেপ বন্ধ করতেও পিয়ংইয়ংএর প্রতি আহ্বান জানান। মিঃ আবে, জাপান দৃঢ়ভাবে নতুন প্রস্তাবটি বাস্তবায়ন করতে অঙ্গীকারাবদ্ধ থাকাসহ উত্তর কোরিয়ার উপর চাপ বৃদ্ধি করতে অন্যান্য দেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বলে উল্লেখ করেন।
সূত্র: এনএইচকে ওয়ার্ল্ড বাংলা