অনলাইন ডেস্ক: অবশেষে জ্বালানি তেলবিহীন প্লেনের পরীক্ষায় সফল হলেন মার্কিন বিজ্ঞানীরা। ‘সোলার ইমপলস টু’ নামের সৌরচালিত বিমানটি প্রায় ১৭ ঘণ্টা আকাশ ভ্রমণ শেষে বৃহস্পতিবার নিরাপদে অবতরণ করে। আর এরই সাথে জ্বালানি তেল বিহীন বিমান হিসেবে দীর্ঘ সময় আকাশ ভ্রমণের রেকর্ড গড়ে এটি। ২৫ মে বুধবার সকালে যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যের ডেটন থেকে সৌরচালিত বিমানটি আকাশে পাড়ি জমায়। দীর্ঘ সময় ধরে আকাশে থেকে পরদিন অর্থাৎ বৃহস্পতিবার রাত ৮টা ৪৯ মিনিটে লিহাই ভ্যালির আন্তর্জাতিক বিমানবন্দরে এটি অবতরণ করে। সৌরচালিত বিমানের পরীক্ষা অবশ্য গত বছরও চালানো হয়। ২০১৫ সালের মার্চে সোলার ইমপলস প্রথম পরীক্ষামূলকভাবে আকাশে পাড়ি জমায়। তবে নানা ঝামেলায় বিমানটির একটানা আকাশে থাকা হয়নি। সেবার সফল না হলেও বিজ্ঞানীরা এবার ঠিকই আলোর মুখ দেখলেন।
সূর্যের আলোকে ব্যবহার করে এক আসনের পরীক্ষামূলক এই বিমানটি ঘণ্টায় ৫৫ থেকে ১শ কিলোমিটার বেগে আকাশে ওড়ে। জ্বালানি সংগ্রহের জন্যে চার ইঞ্জিনের বিমানটির পাখায় বিজ্ঞানীরা ১৭ হাজারেরও বেশি সৌর সেল যুক্ত করে। সূর্যের আলো ও তাপকে ধারণে এতে ৪টি ব্যাটারি বসানো হয়। যা থেকে বিমানটি তার জ্বালানি সংগ্রহ করে। সৌরচালিত এই বিমানটি ২৮ হাজার ফুট উঁচুতে উড়তে সক্ষম। প্লেনটির চালক হিসেবে দায়িত্ব পালন করেন সুইস পাইলট বারট্রান্ড পিচার্ড। সম্পূর্ণ নবায়নযোগ্য জ্বালানি হিসেবে সৌরবিদ্যুৎ আকাশ ভ্রমণে যে বেশ কার্যকর তা দীর্ঘদিন ধরেই বলে আসছিলেন বিজ্ঞানীরা। শুধু পৃথিবীর আকাশে কেন, মহাকাশেও এর সফল ব্যবহার সম্ভব বলে দাবি তাদের। এরই মধ্যে মহাকাশে প্রাণের খোঁজে সৌরবিদ্যুৎ চালিত রোবটযানও পাঠানো হয়েছে।