জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচী এগিয়ে নিয়ে চলা উত্তর কোরিয়ার উপর চাপ বৃদ্ধির লক্ষ্যে একযোগে কাজ করতে মতৈক্যে পৌঁছেছেন। গতকাল জার্মানির হামবুর্গে জি ২০ শীর্ষ সম্মেলনের পাশাপাশি দুই নেতা এক বৈঠকে মিলিত হন। উল্লেখ্য এটি হচ্ছে তাঁদের মধ্যে তৃতীয়বারের মত অনুষ্ঠিত মুখোমুখি বৈঠক। মিঃ ট্রাম্প, উত্তর কোরিয়াকে একটি সমস্যা এবং হুমকি বলে উল্লেখ করেন। তিনি, উত্তর কোরিয়ার বিষয়ে মিঃ আবের সঙ্গে আলোচনা অব্যাহত রাখবেন বলে জানান।
মিঃ আবে, পিয়ংইয়ংএর উপর চাপ অব্যাহত রাখার প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করেন। তিনি, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে অনুষ্ঠিত সাম্প্রতিক শীর্ষ বৈঠকটি গুরুত্বপূর্ন ছিল বলে উল্লেখ করেন কারণ দেশগুলো উত্তর কোরিয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণের বিষয় পুন নিশ্চিত করেছে। মিঃ আবে এবং মিঃ ট্রাম্প, দুই শীর্ষ নেতা এবং তাঁদের দেশের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ক আঞ্চলিক ও বৈশ্বিক সমৃদ্ধিতে অবদান রাখবে বলে একমত হন।
মিঃ ট্রাম্প, জাপানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতির উল্লেখ করে পারস্পরিক লাভজনক বাণিজ্য সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান। জবাবে মিঃ আবে বলেন যে, তিনি চান চলতি বছরের শেষ নাগাদ উপপ্রধানমন্ত্রী তারো আসোও এবং ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের মধ্যে অনুষ্ঠিতব্য জাপান মার্কিন অর্থনৈতিক বৈঠকে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হোক। মিঃ আবে, মার্কিন প্রেসিডেন্টের জাপান সফরের অপেক্ষায় রয়েছেন বলে মিঃ ট্রাম্পকে অবহিত করেন। জবাবে মিঃ ট্রাম্প, দ্রুত জাপান সফরের ইচ্ছা ব্যক্ত করেন।
সূত্র: এনএইচকে ওয়ার্ল্ড বাংলা