স্পাের্টস ডেস্ক: এবারের অলিম্পিকে বিভিন্ন দেশের দলের সাথে যোগ দেবে একটি দেশহীন দল। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি জানিয়েছে, এরই মধ্যে শরণার্থী ১০ জনের একটি দলও ঠিক হয়ে গেছে। এ বছর ব্রেজিলের রিও ডি জেনেরিও’তে অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় এই দলটি পরিচিতি পাবে আশা’র প্রতীক হিসেবে। সংস্থাটির (International Olympic Committee) প্রেসিডেন্ট থমাস বেস জানান, ‘এই দলের সদস্যদের কোনো ঘর নেই, কোনো দেশ নেই। তাদের নেই কোনো পতাকা, নেই কোনো জাতীয় সংগীত।’ সুইজারল্যান্ডে সংস্থার নির্বাহী সভায় তিনি আরও বলেন, ‘আমরা তাদের অলিম্পিক ভিলেজে থাকার জন্য ঘর দিয়েছি। আয়োজনের সময় যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা মানুষ একত্রিত হন।’
যুদ্ধ ও সংঘাতের কারণে দেশছাড়া এসব মানুষের ভেতর প্রাথমিকভাবে ৪৩ জনকে বাছাই করা হয়। চুড়ান্তভাবে নির্বাচিতদের মধ্যে সিরিয়ার ২ সাঁতারু, কঙ্গোর ২ জুডো খেলোয়াড় এবং ইথোপিয়া ও দক্ষিণ সুদানের ৬ জন দৌড়বিদ রয়েছেন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা এক বিবৃতিতে জানায়, এরা সবাই সংঘাত ও নির্যাতনের কারণে প্রাণ বাঁচাতে অভিবাসন প্রত্যাশী হিসেবে বেলজিয়াম, জার্মানি, ল্যুক্সেমবর্গ, কেনিয়া ও ব্রাজিলে আশ্রয় নেয়।