চীনের সঙ্গে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঋণ চুক্তি স্বাক্ষর হয়েছে। এ প্রকল্পের আওতায় ২ দশমিক ৬৬ বিলিয়ন (২৬৬ কোটি ডলার) ডলারের ঋণ চুক্তি সই হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১ হাজার ৮১২ কোটি টাকা।
শুক্রবার বেইজিংয়ে বাংলাদেশ সময় সকাল ১১টায় এ চুক্তি স্বাক্ষরিত হয়।
বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব (এশিয়া উইং) জাহিদুল হক এবং চীনা এক্সিম ব্যাংকের পক্ষে সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট চান পিং চুক্তিতে সই করেন।
ঋণচুক্তির লক্ষ্যেই বুধবার বাংলাদেশ সরকারের ছয় সদস্যের প্রতিনিধি দল চীন যান। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব জাহিদুল হকের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দলে পদ্মাসেতুতে রেলসংযোগ প্রকল্পের পরিচালক ফখরুদ্দিন আহমেদ চৌধুরীও রয়েছেন।