আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য নয় এমন কোনও দেশের নাগরিক যারা অবৈধভাবে ইইউ ভূক্ত দেশগুলোতে প্রবেশ করেছে, তাদেরকে শুধুমাত্র অবৈধ প্রবেশের কারণেই আটক করা যাবে না বলে রায় দিয়েছে ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস। রায়ে বলা হয়, অনুপ্রবেশকারী শরণার্থীদের আটক না করে বরং যেসব অভিবাসী অবৈধভাবে ইইউভুক্ত দেশগুলোতে অবস্থান করছে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া যেতে পারে।
ইউরোপের শেনজেন পাসপোর্টমুক্ত এলাকা দিয়ে যারা অবৈধভাবে ইউরোপে প্রবেশ করবে কেবল তাদের ক্ষেত্রেই এ রায় কার্যকর হবে। সম্প্রতি চ্যানেল টানেলে প্রবেশ করার সময় ঘানার এক নাগরিক বেলজিয়াম ভ্রমণের ভুয়া কাগজপত্রসহ ফরাসি পুলিশের হাতে ধরা পড়েন।
সেলিনা আফুম নামের ওই নারীকে অবৈধপথে ফ্রান্সে প্রবেশের দায়ে পুলিশি হেফাজতে নেওয়া হয়। যদিও ইইউ-র ‘রিটার্ন ডিরেকটিভ’ অনুযায়ী এ আটক বেআইনি। পরে ফ্রান্স আফুমের মামলাটি ইউরোপের সর্বোচ্চ আদালত ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিসে পাঠায়। আফুমের করা আবেদনের পরিপ্রেক্ষিতেই এ রায় দেয় আদালত।