অনলাইন ডেস্ক: ঢালিউডের শাকিব খান অভিনীত ‘শিকারী’ ও টলিউডের জিৎ অভিনীত ‘বাদশা’ মুক্তি পাচ্ছে ঈদুল ফিতরে। সে লক্ষ্যে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া প্রস্তুতি শেষ করে এনেছে। শিগগিরই প্রিভিউ কমিটি দেখবে সিনেমা দুটি। প্রযোজনা প্রতিষ্ঠানের তরফে জানা যায়, যৌথ প্রযোজনার সিনেমা সরাসরি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয় না। এর আগে প্রিভিউ কমিটি পরীক্ষা করে দেখে।
১৩ জুন ‘শিকারী’ দেখবে প্রিভিউ কমিটি। সেখান থেকে পাশ মার্ক পেলেই চলে যাবে সেন্সর বোর্ডের কাঁচির নিচে। তবে প্রিভিউ উতরে যাওয়া সিনেমায় সাধারণত সেন্সর বোর্ড কাঁচি চালায় না। ‘শিকারী’র পরপরই প্রিভিউতে জমা পড়বে ‘বাদশা’। কলকাতার বাবা যাদবের পরিচালনায় নির্মিত ‘বাদশা’য় জিতের বিপরীতে আছেন নুসরাত ফারিয়া। অন্যদিকে জাকির হোসেন সীমান্তের ‘শিকারী’তে শাকিব খানের বিপরীতে আছেন শ্রাবন্তী। সিনেমা দুটির চিত্রায়ন হয়েছে বাংলাদেশ, ভারত ও ইংল্যান্ডের বিভিন্ন লোকেশন।
বাংলাদেশে সিনেমা দুটি ঈদুল ফিতরে মুক্তি পেলেও কলকাতায় একইদিন পাচ্ছে না। ‘শিকারী’ কলকাতায় মুক্তি পাবে বাংলাদেশ থেকে একমাস পিছিয়ে। যৌথ প্রযোজনার ছবিগুলো যথাযথ নীতিমালা মেনে নির্মিত হচ্ছে কিনা তা দেখভালের জন্য ২০১৫ সালে গঠিত হয় ‘প্রিভিউ কমিটি’।