Breaking News

ভারতের সুপ্রিম কোর্ট তাজমহলের রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে ভারতে সরকারের ‘ব্যর্থতার সমালোচনা করেছে

পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি হচ্ছে তাজমহল। বিশ্বে পর্যটকদের জন্য আকর্ষণীয় শীর্ষ কেন্দ্রগুলোর একটি তাজমহল। প্রতিদিন সেখানে প্রায় ৭০,০০০ পর্যটক আসেন। সংগত কারনেই সারা বিশ্বের মানুষদের অগ্রহের অন্যতম কেন্দ্র এই তাজমহল। সপ্তদশ শতকে মোঘল আমলে সম্রাট শাহজাহান তার প্রিয়তমা স্ত্রী মমতাজ মহলের স্মৃতিকে স্মরনীয় করে রাখার জন্য ভালোবাসার নিদর্শন হিসাবে এই ঐতিহাসিক স্থাপনা নির্মান করেছিলেন। অনেক মিথ ও আছে এই সপ্তমাশ্চর্য কে কেন্দ্র করে। সেই তাজমহলের রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে ভারতের সরকারের ‘ব্যর্থতা’র উল্লেখ করে তার সমালোচনা করেছে দেশটির সুপ্রিম কোর্ট ।  নির্মিত এই স্থাপনাটির ওপর দূষণের ক্ষতিকর প্রভাবের কারণে চলতি বছরের মে মাসে আদালত সরকারকে নির্দেশনা দিয়েছিল তাজমহলের মার্বেল পাথরের গাঁথুনির রং পরিবর্তনের বিষয়ে বিদেশীদের সহায়তা নিয়ে তা পুনরুদ্ধারের জন্য। আদালত তখন বলে, এই ভুবন-বিখ্যাত সমাধি সৌধটির সাদা মার্বেল এবং অন্যান্য উপাদান হলুদাভ রং ধারণ করেছে, তা ধীরে ধীরে বাদামী এবং সবুজ রং নিচ্ছে। দূষণ, নির্মাণকাজ এবং কীটপতঙ্গের বিষ্ঠা এর কারন। আদালত বলেছে, কেন্দ্রীয় এবং রাজ্য সরকার উভয়ই এই স্মৃতিসৌধটির ক্ষয়িষ্ণু অবস্থা মোকাবেলায় কার্যকর ব্যবস্থা নিতে ‘অলসতা’ দেখিয়েছে।
সরকারের তরফ থেকে আদালতকে জানানো হয় যে, তাজমহলের ভেতরে এবং বাইরে দূষণ কিভাবে ঠেকানো যায় সে বিষয়ে পরামর্শের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। তারা আরও বলে, এর আশেপাশের হাজার খানেক কারখানা এরইমধ্যে বন্ধ করে দেয়া হয়েছে। তবে পরিবেশবাদী এবং এ নিয়ে সোচ্চার ব্যক্তিরা বলছেন এরপরও সাদা মার্বেল তার দীপ্তি হারিয়ে ফেলছে।
তাজমহলের পাশ দিয়ে বয়ে যাওয়া যমুনা নদীর দূষিত পানির কারণে সেখানে নানা পোকামাকড়ের আনাগোনা এবং তাজমহলের দেয়ালে তাদের মলত্যাগ করার ফলে বিবর্ণ হয়ে পড়ছে দেয়াল।

About admin

Check Also

১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া

জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *