বাংলাদেশ হিরুমেরু কাই নামক একটি জাপান ভিত্তিক সংগঠন জাতির জনক বঙ্গবন্ধু শীর্ষক একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। বিজয়ের মাসে রোববার ৯ ডিসেম্বর ২০১৮ জাপানের রাজধানী টোকিও এর আকাবানে বুনকা সেন্টারে সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন মৌটুসি দত্ত। সার্বিক দায়িত্বে ছিলেন জাপান প্রবাসীদের পরিচিত মুখ সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বাংলাদেশ হিরুমেরু কাই এর প্রধান উদ্যোক্তা নিয়াজ আহমেদ জুয়েল। বিভিন্ন প্রবাসীরা বঙ্গবন্ধুর জীবন, রাজনৈতিক কর্মকাণ্ড ও বাংলা এবং বিভিন্ন ভাষায় বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন প্রকাশিত গ্রন্থ ও লেখা উপর আলোচনা করেন। বিশেষ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেয় জাপানের সুপরিচিত সাংস্কৃতিক সংগঠন উত্তরণ বাংলাদেশ কালচারাল গ্রুপ, জাপান। জাপান আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছালেহ মোহাম্মদ আরিফ, খন্দকার আসলাম হিরা, মাসুদুর রহমান, মোহাম্মদ আব্দুর রাজ্জাক, এমডি মাসুদ পারভেজ, শাহরিয়ার এম সামস সামি, ময়মংসিংহ সোসাইটি জাপান এর সভাপতি ড. এবিএম রফিকুল ইসলাম, পরবাস সম্পাদক ও জ্যৈষ্ঠ সাংবাদিক কাজী ইনসানুল হক, বিবেক বার্তা সম্পাদক, লেখক এবং জাপান বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পি আর প্লাসিড, সাপ্তাহিক এর জাপান প্রতিনিধি সাংবাদিক রাহমান মনি, সাংবাদিক হাসিনা বেগম রেখা, সংগীত শিল্পী রতন খন্দকার, বাচ্ছু দত্ত, মৌ হোসেন, পাপ্পু আকি, পিনু সহ প্রবাসী সমাজের বিভিন্ন ব্যক্তিরা উপস্থিত ছিলেন। রোববার ছুটির দিন হওয়ায় একই দিনে অনেক অনুষ্ঠান থাকার কারনে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকে উপস্থিত হতে পারেনি বলে দুঃখ প্রকাশ করেন আয়োজকদের কাছে বলে নিহন বাংলা ডট কম কে জানিয়েছেন নিয়াজ আহমেদ জুয়েল। তিনি বলেন উল্লেখ করেন আগামীতে আরও সুন্দর ও বড় পরিসরে এই অনুষ্ঠানটি নিয়মিত করা হবে জাপান। তিনি আরও বলেন বঙ্গবন্ধুর শততম জন্ম বার্ষিকী নিয়ে বৃহৎ পরিসরে জাপানিদের নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন ।
আলোকচিত্রঃ রাহমান মনি (সাপ্তাহিক)