জাপানে পিএইচপি সম্মেলন ২০১৮ অনুষ্ঠিত

অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ২০৫০ সদস্যের অংশগ্রহণে জাপানে অনুষ্ঠিত হয়ে গেল পিএইচপি সম্মেলন ২০১৮।

শনিবার রাজধানী টোকিওর “ওতা সিটি ইন্ডাস্ট্রিয়াল প্লাজা পাইও” তে পিএইচপি ডেভেলপারদের সবচেয়ে বড় সম্মেলনটি অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ সম্মেলনটি জাপান পিএইচপি কমিউনিটি ২০০০ সাল থেকে শুরু করে প্রতি বছর আয়োজন করে আসছে।

সকাল দশটা থেকে শুরু করে সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিট পর্যন্ত চলা এই অনুষ্ঠানটিকে কয়েকটি ভাগে ভাগ করা হয়। ৭ টি ট্র্যাকে সমান্তরালে অনুষ্ঠানটি চলতে থাকে। অংশগ্রহণকারীরা তাদের পছন্দ অনুযায়ী ট্র্যাকে যোগদান করেন।

দুপুর বারোটা পর্যন্ত চলে প্রথমার্ধের আয়োজন। এরপর দুপুরের খাবারের বিরতির পর থেকে বিকেল ৩ টা ৫০ মিনিট পর্যন্ত চলে দ্বিতীয়ার্ধের আয়োজন। সবশেষে হালকা কথোপকথন এবং সামাজিক যোগাযোগ বৃদ্ধি। পুরো অনুষ্ঠানটি ইউটিউবে সরাসরি সম্প্রচার করা হয়।

বক্তাদের মূল্যবান বক্তব্যের পাশাপাশি স্পন্সরদের থেকে অংশগ্রহণকারীদের জন্য থাকে বিভিন্ন ধরনের উপহারসামগ্রী। উল্লেখযোগ্য কয়েকটি পিএইচপি ফ্রেমওয়ার্কের মধ্যে ভোটও অনুষ্ঠিত হয়। ডেভেলপারদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে Laravel.

About S Chowdhury

Check Also

পিতৃত্বকালীন ছুটি ছয় মাসের : ভলভো

সন্তান হলে নারী-পুরুষ নির্বিশেষে ৪০ হাজার কর্মীর সবাইকে ছয় মাসের ছুটি দেবে প্রখ্যাত সুইডিশ গাড়ি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *