চলতি বছরের জানুয়ারির শুরুতে যুক্তরাষ্ট্রে ভোক্তা আস্থা দুই বছরের সর্বনিম্নে দাঁড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর এটিই ভোক্তা আস্থার সর্বোচ্চ পতন। যুক্তরাষ্ট্রে চলমান সরকারি অচলাবস্থা এবং আর্থিক বাজারের অনিশ্চয়তায় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে শ্লথগতির আশঙ্কা দেখা দিয়েছে। এর ফলে ভোক্তা আস্থায়ও দেখা দিয়েছে বিপর্যয়। খবর রয়টার্স।
যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের এক প্রতিবেদনে ভোক্তা আস্থার এ পতনের খবর প্রকাশিত হয়েছে। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রে চলমান অচলাবস্থার নেতিবাচক প্রভাব হিসেবেই ভোক্তা আস্থার এ পতন হয়েছে।
অভিবাসী ঠেকাতে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে ৫৭০ কোটি ডলারের দাবি জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ডেমোক্র্যাটরা তার এ দাবি অনুমোদন না করায় ট্রাম্প ও ডেমোক্র্যাটদের মধ্যে দেখা দিয়েছে দ্বন্দ্ব। এর ফলে যুক্তরাষ্ট্র সরকারের পরিচালন ব্যয় অনুমোদন নিয়ে দেখা দিয়েছে অচলাবস্থা।
নিউইয়র্কে এমইউএফজির মুখ্য অর্থনীতিবিদ ক্রিস রুপকি জানান, মিশিগানের প্রতিবেদন থেকে এই প্রথম নিশ্চিতভাবে বলা যাচ্ছে, অর্থনীতি পতনের দিকে আছে। যদি অচলাবস্থার নিষ্পত্তি না করা হয় তবে এ পতন আরো ভয়াবহ হবে।