যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের এক যুবক নিজের মা-বাবাসহ পাঁচজনকে গুলি করে হত্যার পর পালিয়ে গেছে। খবর : ওয়াশিংটন পোস্ট
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সকালে অভিযুক্ত ২১ বছর বয়সী ডাকোটা থিওরিট একটি ট্র্যাক চুরি করে পালিয়ে যায়। তার আগে সে পাঁচজনকে গুলি করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে এলিজাবেথ এবং কিথ থিওরিটকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। দুজনই তখন জীবিত ছিলেন।
তারা জানান, নিজেদের ছেলেই গুলি করে পালিয়েছে। দুজনই হাসপাতালে মারা যান।
পুলিশের একজন মুখপাত্র বিবিসিকে বলেন, ‘আমার দেখা পারিবারিক নৃশংসতার সবচেয়ে ভয়াবহ ঘটনা এটি।’
যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে বলা হয়েছে ওই যুবক প্রথমে তিন প্রতিবেশীকে হত্যা করে। ভুক্তভোগীরা তার আত্মীয় নন, কিন্তু পরিচিত। নিহতরা হলেন বিলি আর্নেস্ট (৪৩), সামার আর্নেস্ট (২০) এবং ট্যানার আর্নেস্ট (১৭)। খুনি ডাকোটার সঙ্গে সামারের সম্পর্ক ছিল। সামার এবং ট্যানার বিলির দুই সন্তান।
প্রেমঘটিত কোনো ঝামেলা থেকে এই হত্যাকাণ্ড ঘটানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বন্দুক হামলা যুক্তরাষ্ট্রে কয়েক বছর ধরে বাড়ছে। হার্ভার্ডের এক গবেষণায় দেখা গেছে, ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রতি ৬৪ দিনে একবার করে হামলার ঘটনা ঘটেছে। এর আগে ২৯ বছর ধরে এই গড় ছিল ২০০ দিনে একবার।
২০১৮ সালেও বন্দুক হামলার একাধিক খবর পাওয়া যায়।