সেলিম ভূইয়াঁর কবিতা “জাগরণ”
জাগরণ জেগে উঠ, জেগে উঠ বাংলার নবীন সন্তান
নেই আর শান্ত থাকার সময় থাকিস না আর নীরবতায়
বসবাস কর কঠিন সংগ্রামের তলায় শিক্ষা নে কঠিনতার
জ্বালিয়ে দে, পোড়িয়ে দে দেখানো সব শৃঙ্খলার আড্ডা
হে কিশোর, হে কিশোরী ভয় পাসনে তোরা,
ভেঙ্গে দে, ভেঙে দে সমস্ত নীরবতার চিন্তাধারা
মাথা উঁচু করে দাঁড়িয়ে থাক, সব জঞ্জালের উপর
তাহলে যে জাতিও দাঁড়াতে পারবে,
মুঠোয় নিতে পারবে, বিশাল এই বসুন্ধরাকে