ভারী বর্ষণে চীনের উত্তর ও মধ্যাঞ্চলে সৃষ্ট ভয়াবহ বন্যায় অন্তত ১৫০ জনের মৃত্যু হয়েছে ।শনিবার শেষ খবর পাওয়া পর্যন্ত শুধু হেবেই প্রদেশেই ১১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে বিবিসি। বন্যার কারণে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
বন্যায় হেবেই এবং হেনানা প্রদেশ সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। টানা ভারী বৃষ্টিপাতে প্রদেশ দুটিতে হঠাৎ বন্যা ও ভূমিধস হয়েছে। শনিবার পর্যন্ত হেবেইতে অন্তত ১১৪ জন নিহত হয়েছেন, ১১১ জন নিখোঁজ রয়েছেন এবং ৫৩ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
প্রদেশটির শুধু শিংতাই শহরেই অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। বন্যার কোনো পূর্বাভাস না দেওয়ায় প্রদেশটির ক্ষুব্ধ বাসিন্দারা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছে।