নতুন করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২৪ এ, যার মধ্যে চীনের মূল ভূখন্ডেই মারা গেছেন ৭২২ জন, অন্য দুজনের একজন হংকং ও অন্যজন ফিলিপাইনে মারা গেছেন। ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যাও ঘণ্টায় ঘণ্টায় বাড়ছে। এরই মধ্যে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ৩৪ হাজার ৮৭৬ জন। যেখানে গতকাল নতুনভাবে আক্রান্ত হয়েছেন প্রায় ৩ হাজারেরও বেশি।
প্রায় ২০ বছর আগে চীনের মূল ভূখণ্ড এবং হংকংয়ে সার্স ভাইরাসের প্রাদুর্ভাবে মৃতের সংখ্যাকেও ছাড়িয়েছে করোনা ভাইরাস। খবর সাউথ চায়না মনিং পোস্ট’র।
চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে গত বছরের ডিসেম্বরে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। হুবেই প্রদেশে কমপক্ষে ৮১ জনের প্রাণহানি হয়েছে। চীনজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮৮৯ জনে। হুবেই প্রদেশের স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।
করোনায় সংক্রমণের শিকার হওয়াদের মধ্যে উহান শহরের বাসিন্দা সর্বোচ্চ সংখ্যক হলেও পার্শ্ববর্তী শিয়াও-গান শহরে দুই হাজারের মতো করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে।
চলমান পরিস্থিতি নিয়ে গতকাল শুক্রবার টেলিফোনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শি জিনপিং ট্রাম্পকে বলেন, চীনা সরকার ব্যাপকভিত্তিতে প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে।
করোনাভাইরাস যুদ্ধে ধীরে ধীরে সফলতাও পাচ্ছেন তাঁরা। তাই মহামারি মোকাবিলায় তাঁর সরকার আত্মবিশ্বাসী। দীর্ঘমেয়াদে চীনসহ বৈশ্বিক অর্থনীতিতে এর প্রভাব পড়বে না বলেও আশ্বস্ত করেন শি জিনপিং।