সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে আইসোলেশনে থাকা লন্ডন ফেরত এক নারী (৬১) মারা গেছেন।
শনিবার শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ওই নারী মারা যান।
সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল জানান, রোববার ঢাকা থেকে আইইডিসিআরের লোক সিলেটে এসে তার রক্তের নমুনা সংগ্রহ করার কথা ছিল।
ওই নারীর বাড়ি নগরীর শামীমাবাদ আবাসিক এলাকায়। দেশে ফেরার পর সর্দি-জ্বরে আক্রান্ত হওয়ার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল জানিয়েছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
