ব্রাজিলের রিও ডি জেনেইরোতে বসতে যাওয়া অলিম্পিক আসরে মশাল বহনের সম্মান পেলেন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। রিওতে মশাল যাত্রার শেষ ধাপে এটি বহন করবেন তিনি। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাখ তাঁকে এজন্য মনোনীত করেছেন। রিও অলিম্পিকের প্রেরণা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য অধ্যাপক ইউনূসের অংশগ্রহণ প্রত্যাশা করেছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ইউনূস সেন্টারের পক্ষে এই তথ্য জানিয়ে মঙ্গলবার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
অলিম্পিকের তীর্থস্থান গ্রিসের অলিম্পিয়ায় ঐতিহ্যবাহী মশাল প্রজ্জ্বলন অনুষ্ঠানের মাধ্যমে গত ২১ এপ্রিল মশাল যাত্রার শুরু হয়। আর ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়াতে গত ৩ মে থেকে শুরু হয় এই মশাল যাত্রা। দেশের তিনশোরও বেশি শহর ঘুরে আগামী ৫ আগস্ট মারাকানা স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে এর সমাপ্তি ঘটবে। রিওতে ৪ আগস্ট মশাল বহনের শেষ ধাপে সেটি উঠবে অধ্যাপক ইউনুসের হাতে। অধ্যাপক ইউনূস বৃহস্পতিবার রিওতে অলিম্পিক মশাল যাত্রার শেষে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভায় ভাষণও দেবেন। তিনি তৃণমূল থেকে বৈশ্বিক পর্যায়ে অ্যাথলেটিকস, সামাজিক ব্যবসা ও টেকসই উন্নয়ন লক্ষ্যগুলো অর্জনে পৃথিবীর নতুন কল্পচিত্র নিয়ে বক্তব্য রাখবেন।