সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার আমিরাত এয়ারলাইন্সের বিমানের যাত্রীদের উদ্ধার করতে গিয়ে দেশটির ফায়ার সার্ভিসের এক কর্মী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় দেশটির সাধারণ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিসিএএ) এ তথ্য নিশ্চিত করেছেন। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭ উড়োজাহাজটিতে যাত্রী ও ক্রু মিলিয়ে ছিল ৩০০ জন। বিমানটি নামার সময় আছড়ে পড়লে তাতে আগুন লাগে।
বিমানটিতে ১৮ ক্রুসহ ৩০০ আরোহীর মধ্যে বেশিরভাগ যাত্রীই ভারতীয়। বিমান দুর্ঘটনার পর ২২ দেশে আমিরাত এয়ারলাইন্সের বিমানের চলাচল বাতিল করা হলেও স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬ টায় দুবাই বিমানবন্দর থেকে বাহরাইন ও কাতারের উদ্দেশ্যে দুটি ফ্লাইট যাত্রা শুরু করেছে। বিমান দুর্ঘটনা তদন্তে একটি কমিটি কাজ শুরু করেছে বলে আমিরাত সরকার জানিয়েছে।