Breaking News

আইয়ুব বাচ্চুর গান সংরক্ষণ করছে সরকার

২০১৮ সালের ১৮ অক্টোবর চিরবিদায় নিয়ে চলে যান আইয়ুব বাচ্চু। আজ কিংবদন্তি শিল্পীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আগের দিন জানানো হলো একটি সুখবর। সেটি হচ্ছে আইয়ূব বাচ্চুর গান সরকারি ব্যবস্থাপনায় সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে।

আইয়ুব বাচ্চুই প্রথম বাংলাদেশি শিল্পী যার গান যার গান সংরক্ষণ করা হচ্ছে সরকারি উদ্যোগে। বিষয়টি সমকালকে কপিরাইট রেজিস্টার জাফর রাজা চৌধুরী নিশ্চিত করেছেন।

জাফর রাজা চৌধুরী বলেন, আইয়ুব বাচ্চু স্মরণে এই প্রথম একটি ওয়েবসাইট খোলা হয়েছে। বাংলাদেশ কপিরাইট অফিসের উদ্যোগেই খোলা হয়েছে এটি। এখানে প্রাথমিকভাবে ২৭২টি গান সংরক্ষিত আছে। পাশাপাশি আইয়ুব বাচ্চুর নামে ইউটিউব চ্যানেল খোলা হয়েছে। আইয়ুব বাচ্চুর প্রতি সম্মান জানিয়ে এই প্রথম কপিরাইট অফিসের উদ্যোগে আমরা তার নানা স্মৃতি, গান রক্ষার উদ্যোগ নিয়েছি। থাকছে তার নামে ওয়েবসাইট ও একটি ইউটিউব চ্যানেল। এই ওয়েবসাইটে ঢুকে আইয়ুব বাচ্চু সম্পর্কে জানতে পারবেন অনেক তথ্য।’

About admin

Check Also

কিউশুতে ভারী বর্ষণ অব্যাহত থাকায় দুর্যোগের সম্ভাবনা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে

 জাপানের কিউশুতে বুধবার প্রচণ্ড বৃষ্টিপাত আবারও আঘাত হানছে। অব্যাহত বৃষ্টিপাত ভূমির উপরিভাগ আলগা করে দেয়ায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *