সমর্থকদের পেছনে খরচসংক্রান্ত কেলেঙ্কারির বিষয়টি অস্বীকার করায় গতকাল জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে আইনপ্রণেতাদের কাছে ক্ষমা চেয়েছেন। টোকিওর কৌঁসুলিরা জানিয়েছেন, তারা এ মামলায় আবেকে অভিযুক্ত করবেন না। খবর এএফপি।
দেশটির দীর্ঘকালীন প্রধানমন্ত্রী কোনো ধরনের অন্যায় কাজ করেননি বলে দাবি করেছেন। তবে তিনি স্বীকার করেছেন, তার সংসদে দেয়া বক্তব্য পরবর্তীকালে মিথ্যা প্রমাণিত হয়েছিল।
গতকাল সংসদের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভে আবে বলেন, দেখা গেল আমি এমন ব্যাখ্যা দিয়েছি, যেগুলো সত্যের বিপরীতে রয়েছে। যদিও আমি সেটি সম্পর্কে অবগত ছিলাম না। তবুও আমি নৈতিক দায়িত্ব অনুভব করছি। এজন্য আমি গভীরভাবে দুঃখপ্রকাশ করছি এবং আমার সহকর্মীদের কাছে ক্ষমা চাইছি।
অভিযোগ অনুযায়ী, ২০১৯ সাল পর্যন্ত পাঁচ বছরেরও বেশি সময় ধরে সমর্থকদের নৈশভোজের জন্য তার অফিস ৭৬ হাজার ডলারেরও বেশি অর্থ পরিশোধ করেছিল। এর আগে আবে তার রাজনৈতিক কার্যালয়ে নৈশভোজের জন্য অর্থ প্রদানের বিষয়টি অস্বীকার করেছিলেন। অর্থ সংক্রান্ত এ মামলায় আবেকে কৌঁসুলিরা জিজ্ঞাসাবাদ করেছিলেন। তবে বৃহস্পতিবার তারা জানিয়েছেন, আবের বিরুদ্ধে তারা আর কোনো ব্যবস্থা নেবে না।