Breaking News

সুরকার ও সংগীত পরিচালকআলাউদ্দিন আলী আর নেই

না ফেরার দেশে বরেণ্য গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলী। আজ রোববার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় তিনি মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে মারা গেছেন। আলাউদ্দিন আলীর কন্যা আলিফ আলাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

দীর্ঘদিন ধরেই নানা রোগে আক্রান্ত আলাউদ্দিন আলী’র শারীরিক অবস্থা খারাপের দিকে গেলে শনিবার (৮ আগস্ট) ভোরে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে দেওয়া হয়। কিন্তু চিকিৎসা চলাকালীন অবস্থায় সব চেষ্টা ব্যর্থ করে রোববার বিকেলে তিনি চলে যান না ফেরার দেশে।

গীতিকার ও সুরকার আলাউদ্দিন আলী দীর্ঘদিন যাবত নানা অসুখে ভুগছিলেন। এর আগে ২০১৫ সালের ৩ জুলাই তাকে ব্যাংকক নেওয়া হলে সেখানে পরীক্ষার পর জানা যায়, তার ফুসফুসে একটি টিউমার রয়েছে। এরপর তার অন্যান্য শারীরিক সমস্যার পাশাপাশি ক্যান্সারের চিকিৎসাও চলছিল।

১৯৫২ সালের ২৪ ডিসেম্বর মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বাঁশবাড়ি গ্রামে জন্ম হয় আলাউদ্দিন আলীর। তার বাবা ওস্তাদ জাদব আলী এবং মা জোহরা খাতুন।

আলাউদ্দিন আলী শ্রেষ্ঠ সংগীত পরিচালক হিসেবে ১৯৭৯ সালে ‘গোলাপী এখন ট্রেনে’, ১৯৮০ সালে ‘সুন্দরী’ এবং ১৯৮৮ সালে ‘কসাই’ ও ‘যোগাযোগ’ ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়াও ১৯৮৫ সালে তিনি শ্রেষ্ঠ গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

About admin

Check Also

১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া

জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *