Breaking News

বালিশকাণ্ডে গণপূর্তের সাবেক নির্বাহী প্রকৌশলীসহ গ্রেফতার ১৩

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে আবাসিক ভবনের জন্য বালিশসহ ১৬৯ কোটি টাকার কেনাকাটায় দুর্নীতির অভিযোগে পাবনা গণপূর্ত বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলমসহ ১৩ জনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাজধানী থেকে দুদকের একটি টিম তাদের গ্রেফতার করে।
এর আগে, দুপুরে ঢাকা সমন্বিত জেলা কাযার্লয় ১ রূপপুর পারমাণবিক বিদ‌্যুৎ প্রকল্পে ১৬৯ কোটি টাকার দুর্নীতির অভিযোগে ৪টি মামলা দায়ের করে দুদক। দুদকের উপপরিচালক নাসিরউদ্দীন বাদী হয়ে মামলাগুলো করেন। এরপরই তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া অন্যরা হলেন গণপূর্তের উপ-সহকারী প্রকৌশলী মো. জাহিদুল কবির, মো. শফিকুল ইসলাম, সুমন কুমার নন্দী, মোহাম্মদ আবু সাঈদ, মো. রওশন আলী, উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ মোস্তফা কামাল, আহমেদ সাজ্জাদ খান, মোহাম্মদ তাহাজ্জুদ হোসেন, সহকারী প্রকৌশলী মো. তারেক খান, মো. আমিনুল ইসলাম, ঠিকাদার আসিফ হোসেন ও শাহাদাত হোসেন।

About admin

Check Also

১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া

জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *