Breaking News

খেলা না হলে শিরোপা জিতবে টাইগাররা

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-উইন্ডিজ। ডাবলিনে বৃষ্টির কারণে ম্যাচটি আপাতত বন্ধ আছে। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার দলপতি মাশরাফি বিন মোর্ত্তজা। এ রিপোর্ট লেখা অবধি, উইন্ডিজদের সংগ্রহ ২০.১ ওভারে বিনা উইকেটে ১৩১ রান। উইকেটে আছেন শাই হোপ (৬৮) এবং সুনীল অ্যামব্রিস (৫৯)। তবে, আয়োজক আইরিশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, বৃষ্টির বাধায় ফাইনালে ফল না হলে ত্রিদেশীয় সিরিজের ট্রফি উঠবে টাইগারদের হাতেই।

বাংলাদেশের ভক্ত-সমর্থকদের জন্য স্বস্তির খবর হলো, এই ম্যাচ পরিত্যক্ত হলে লাভবান হবে বাংলাদেশই। কপাল পুড়বে ওয়েস্ট ইন্ডিজের।

তখন হিসেবে চলে আসবে গ্রুপপর্বের পারফরম্যান্স। যেখানে যোজন যোজন এগিয়ে বাংলাদেশ। গ্রুপপর্বে ৩ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে সবার উপরে থেকে শেষ করেছে টাইগাররা।

যেখানে ২ জয়ে বোনাস পয়েন্টসহ ৯ পয়েন্ট ছিল ওয়েস্ট ইন্ডিজের। এমনকি বাংলাদেশের সঙ্গে মুখোমুখি দুইবারের দেখায় দুটিতেই হেরেছে ক্যারিবীয়রা।

তাই বৃষ্টির কারণে আজ ম্যাচ পরিত্যক্ত হলে চ্যাম্পিয়ন হবে বাংলাদেশই।

About admin

Check Also

১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া

জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *