সাব্বিরের ব্যাটে খানিকটা প্রতিরোধ গড়লেও সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বড় হারের লজ্জা এড়াতে পারল না বাংলাদেশ। নিউ জিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হতে হয়েছে মাশরাফী বিন মোর্ত্তজার দলকে।
বুধবার ডানেডিনের কিউইদের কাছে ৮৮ রানে হারে বাংলাদেশ। এর আগের দুই ওয়ানডেতে ৮ উইকেটে হেরেছিল তারা।
ইউনিভার্সিটি ওভালে নিউ জিল্যান্ডের ৩৩০ রানের জবাবে ৪৭.২ ওভারে ২৪২ রানে গুঁড়িয়ে যায় বাংলাদেশ। দলের হয়ে ব্যাটিংয়ে সবচেয়ে সফল ছিলেন সাব্বির। আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের প্রথম শতকের দেখা পেলেন এই ম্যাচে।
১১০ বলে ১২ চার ও দুই ছক্কায় ১০২ করেন সাব্বির। অন্যদের মধ্যে মোহাম্মদ সাইফউদ্দিন ৪৪, মেহেদি হাসান মিরাজ ৩৭, মুশফিকুর রহিম ১৭ ও মাহমুদউল্লাহ ১৬ রান করেন। দুই অঙ্কের দেখা পাননি তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকারসহ বাকিদের কেউই।
নিউ জিল্যান্ডের বোলারদের মধ্যে ৯.২ ওভারে ৬৫ রানে ছয় উইকেট নেন পেসার ট্রেন্ট সাউদি। দুই উইকেট নেন ট্রেন্ট বোল্ট; একটি উইকেট কলিন ডি গ্র্যান্ডহোমের।
এর আগে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে বাংলাদেশেক ৩৩১ রানের লক্ষ্য দেয় কিউইরা। অর্ধশতক করে দলের বিশাল সংগ্রহে গুরুত্বপূর্ণ অবদান রাখেন হেনরি নিকোলস (৬৪) রস টেইলর (৬৯) ও অধিনায়ক টম ল্যাথাম (৫৯)।
অন্যদের মধ্যে ৩৭ রান করে করেন জেমস নিশাম ও কলিন ডি গ্র্যান্ডহোম। ২৯ রান করেন আগের দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকানো মার্টিন গাপটিল।
বাংলাদেশের বোলারদের মধ্যে মুস্তাফিজুর রহমান দুটি উইকেট নেন। একটি করে উইকেট নেন মাশরাফী, রুবেল হোসেন, সাইফউদ্দিন ও মিরাজ।
ম্যাচ সেরা হয়েছেন নিউ জিল্যান্ডের টিম সাউদি। প্রথম দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকানো মার্টিন গাপটিল হয়েছেন সিরিজ সেরা।