Breaking News

৪ জুলাইয়ের মধ্যে করোনামুক্তির প্রত্যাশা বাইডেনের

৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। করোনা মহামারির কারণে ২০২০ সালে দিবসটি উদযাপন করতে পারেনি যুক্তরাষ্ট্রের মানুষ। তবে এবার করোনা মুক্ত হয়ে দিবসটি পালনের ব্যাপারে প্রত্যাশা ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর বিবিসি।
বৃহস্পতিবার (১১ মার্চ) প্রথম প্রাইমটাইম বক্তৃতা দেন বাইডেন। ক্ষমতায় আসার ৫০ দিনের মাথায় তিনি জাতির উদ্দেশে প্রথম বক্তব্য দিয়েছেন। যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের এক বছর পূর্তির প্রেক্ষাপটে করোনা মুক্তির ব্যাপারে প্রত্যাশা ব্যক্ত করেছেন।

বাইডেন বলেন, যদি মার্কিনিরা ভ্যাকসিন নেন, তাহলে স্বাধীনতা দিবসে যুক্তরাষ্ট্র করোনামুক্ত হতে পারে বলে তিনি আশাবাদী।

আসন্ন স্বাধীনতা দিবসে আমেরিকানদের সমাবেশ করার সুযোগ আসবে বলে মনে করেন বাইডেন। এই লক্ষ্য অর্জনের জন্য তিনি প্রত্যেকের একান্ত সহযোগিতা কামনা করেন।

যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে ব্যক্তির বয়স ও স্বাস্থ্যগত অবস্থাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছিল। কিন্তু এখন বাইডেন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্ক সবাইকে ১ মের মধ্যে ভ্যাকসিন পাওয়া নিশ্চিত করতে অঙ্গরাজ্যগুলোকে নির্দেশ দিয়েছেন তিনি।

এদিকে, টেক্সাসসহ কিছু অঙ্গরাজ্যে স্বাস্থ্য সতর্কতার বাধ্যবাধকতা উঠিয়ে দেওয়া হচ্ছে। মাস্ক পরার নির্দেশ প্রত্যাহার করা হচ্ছে। অথচ এখনো যুক্তরাষ্ট্রে প্রতিদিন করোনা সংক্রমণে গড়ে এক হাজার ৫০০ মানুষের মৃত্যু হচ্ছে।

প্রেসিডেন্ট বাইডেন মহামারি মোকাবিলায় দেশবাসীর ঐক্য কামনা করেছেন। বিভেদ ভুলে একাত্ম হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।

About admin

Check Also

১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া

জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *