Breaking News

ঊর্ধ্বমুখী হয় বিটকয়েনের বাজার – ২০ হাজার ডলার ছাড়াল দাম

বিশ্বে বহুল পরিচিত ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের প্রতিটির দাম প্রথমবারের মতো ২০ হাজার ডলারের মাইলফলক ছাড়িয়ে গেছে। খবর আল জাজিরা।

বুধবার (১৬ ডিসেম্বর) প্রতি বিটকয়েনের দাম ৪.৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৪৪০ মার্কিন ডলার।

এদিকে, বিটকয়েনের দাম এ বছর বেড়েছে ১৭০ শতাংশ। বড় বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো দ্রুত লাভের আশায় এবং মূল ধারার মুদ্রা ব্যবস্থায় সংযুক্ত হবে এমন সম্ভাবনা দেখে বিটকয়েনে অর্থলগ্নি করায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা।

এর আগে, অক্টোবরে অনলাইন লেনদেনের অন্যতম প্লাটফর্ম পে-পাল ঘোষণা দেয় ব্যবহারকারীরা সরাসরি পে-পাল অ্যাকাউন্টের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি কেনা বেচা এবং সঞ্চয় করতে পারবেন।

এছাড়াও, দুই কোটি ৬০ লাখ মার্চেন্টের জন্য ক্রয় প্রক্রিয়ায় ক্রিপটোকারেন্সি ব্যবহারের পরিকল্পনা নিয়েছে পে-পাল।

তারপর থেকেই, বিশ্বজুড়ে বিটকয়েনের কদর বেড়ে যায়। অনেকেই বিটকয়েন কিনতে হুমড়ি খেয়ে পড়েন। সেই থেকেই, ঊর্ধ্বমুখী হয় বিটকয়েনের বাজার।

About admin

Check Also

১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া

জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *