চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে ভ্রমণ করলেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং । অঞ্চলটি থেকে ডিসেম্বরে শেষের দিকে শুরুতে গোটা চীনে এরপর বিশ্বব্যাপী ভয়াবহ করোনাভাইরাস ছড়িয়ে পড়ে।
এএফপি জানায়, উহানে করোনাভাইরাস সংক্রমণের পর এই প্রথম শহরটি ভ্রমণ করলেন শি জিন পিং ।
চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, মঙ্গলবার সকালে উহানে পৌঁছান প্রেসিডেন্ট জিন পিং । করোনাভাইরাস মোকাবিলায় বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন তিনি। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক এবং রোগীদের সঙ্গে দেখা করে তাদের খোঁজখবর নেবেন তিনি।
ভাইরাসটি সংক্রমণের ঘটনায় শুরু থেকে চিনপিংকে প্রকাশ্যে দেখা যায়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় বেশ কয়েকজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয় তার নেতৃত্বাধীন কমিউনিস্ট সরকার।
তবে আগ্রাসীভাবে বিশ্বব্যাপী একশরও বেশি দেশে ভাইরাসটির সংক্রমণ ঘটলেও আক্রান্তদের সুস্থ হয়ে উঠার হারও আশাব্যাঞ্জক।
চীনে সুস্থ হয়ে উঠেছে ৫০ হাজারেরও অধিক ব্যক্তি। ইরানে ২৩৯৪, ইতালিতে ৭২৪, দক্ষিণ কোরিয়ায় ১১৮, সিঙ্গাপুরে ৭৮, জাপানে ৭৬, স্পেনে ৩২, সিঙ্গাপুরে ৩১ জন আক্রান্ত সুস্থ হয়ে উঠেছে। ম্যাকাওতে আক্রান্ত সবাই সুস্থ হয়ে ঘরে ফিরে গেছে।
এ ছাড়া জার্মানি, মালয়েশিয়া, যুক্তরাজ্য, ভিয়েতনাম, তাইওয়ান, অস্ট্রেলিয়াসহ আক্রান্ত সব দেশেই পর্যাপ্ত চিকিৎসা সেবায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন রোগীরা।