Breaking News

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ৪০২৭

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া ভয়াবহ করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। সোমবার পর্যন্ত এই ভাইরাসে প্রাণ হারিয়েছে ৪ হাজারের বেশি মানুষ । আর আক্রান্ত হয়েছে আরো ১১৪৪২২ জন। এছাড়া চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে করোনায় আক্রান্ত আরও ৬৪০৮১ জন।
বিশ্বের ১১০টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়েছে। বিশ্ব জুড়ে মারা গেছে ৪০২৭ জন। শুধুমাত্র চীনের মূল ভূখণ্ডেই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮০৭৫৪ এবং মারা গেছে ৩১৩৬ জন।

চীনের পর ইতালিতে সবচেয়ে বেশি মানুষের প্রাণ কেড়েছে করোনা। সেখানে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯১৭২ এবং মৃতের সংখ্যা ৪৬৩। চীনের বাইরে করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা দক্ষিণ কোরিয়ায়। সেখানে ৭৫১৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৫৪ জন।

অপরদিকে মধ্যপ্রাচ্যের দেশ ইরানে সবচেয়ে বেশি প্রকোপ ছড়িয়েছে করোনাভাইরাস। দেশটিতে এখন পর্যন্ত ৭১৬১ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ২৩৭ জন।
এদিকে, ফ্রান্সে ১১২৬ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৩০ জন। স্পেনে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১২৩১ এবং মৃত্যু হয়েছে ৩০ জনের।
জাপানে নোঙ্গর করা প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসের ৬৯৬ যাত্রী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ৮ জনের। জার্মানিতে এই ভাইরাসে ১১১২ জন আক্রান্ত হয়েছে। ফ্রান্সে ১১২৬ জন আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১৯ জন। জাপানে আক্রান্ত হয়েছে ৪৮৮ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের।
ইতিমধ্যে করোনাভাইরাসকে বিশ্ববাসীর জন্য ‘মারাত্মক হুমকি’হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থার মহাপরিচালক ইথিওপিয়ার টেডরস আধানম গেব্রিয়াসেস বলেছেন, এ ভাইরাসটি ‘যেকোনো সন্ত্রাসবাদী পদক্ষেপের চেয়েও শক্তিশালী’হতে পারে।

About admin

Check Also

১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া

জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *