Breaking News

বিশ্বব্যাপি করোনায় আক্রান্ত ৮৩ হাজার, মৃত্যু ২৮৬৭ জনের

চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৪৭টিরও বেশি দেশ। ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ৮৩ হাজারেরও বেশি, মারা গেছেন অন্তত ২৮৬৭ জন। খবর সিএনএনের।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ব স্বাস্থ্য সংস্থার আনুষ্ঠানিক তথ্যে এ হিসেব পাওয়া যায়। করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের অধিকাংশই চীনের নাগরিক। দেশটিতে সর্বমোট ৭৮ হাজার ৮২৪ জন ভাইরাসে আক্রান্ত ও ২৭৮৮ জন মারা গেছেন।

ইতালি, ইরান ও দক্ষিণ কোরিয়ায় ভাইরাস ছড়াচ্ছে দ্রুত। ইতালিতে আক্রান্ত হয়েছেন ৬৫০ জন। মারা গেছেন ১৭ জন। ইউরোপের অন্তত ১১টি দেশে ছড়িয়েছে এই করোনাভাইরাস।

ইরানে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০৬ জন। তাই মোট ভাইরাস আক্রান্তের সংখ্যা সেখানে দাঁড়িয়েছে ৩৮৮ এ। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৪ ইরানি নাগরিক।

এদিকে দক্ষিণ কোরিয়ায় মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দুহাজার ছাড়িয়ে ২৩৩৭ জন হয়েছে। দ্য সাউথ কোরিয়ান সেন্টারস ফর ডিজিজ কনট্রোল অ্যান্ড প্রিভেনশন (কেসিডিসি) জানিয়েছে, দেশটিতে ভাইরাসে মোট মৃতের সংখ্যা ১৪।

About admin

Check Also

১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া

জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *