Breaking News

কভিড ১৯ : বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৩হাজার ছাড়ালো

চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে সৃষ্ট কভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। নিউইয়র্ক ও ফ্লোরিডায় কভিড-১৯ এ একজন করে আক্রান্ত হয়েছেন। নিউইয়র্কে আক্রান্ত নারী কয়েকদিন আগে ইরান সফর করেছিলেন। তাকে নিজ বাড়িতে কোয়ারেনটাইন করে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের সরকারি কর্তৃপক্ষের বরাতে সোমবার (২ মার্চ) এ খবর জানিয়েছে সিএনএন।

এদিকে, সোমবার (২ মার্চ) পর্যন্ত সারাবিশ্বে মোট ৮৮ হাজার ৪৪৩ জন কভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে মোট ৩,০৪৪ জন। তার মধ্যে ২ হাজার ৯১২ জন চীনের অধিবাসী।

ওয়াশিংটন অঙ্গরাজ্যের কিং কাউন্টির গণস্বাস্থ্য বিভাগের সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রে কভিড-১৯ এ আক্রান্ত হয়ে দ্বিতীয় ব্যক্তি হিসেবে ৭০ বছর বয়সী একজন পুরুষ মারা গেছেন। তিনি স্থানীয় এভারগ্রীন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এর আগে, শনিবার (২৯ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রে কভিড-১৯ আক্রান্ত প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছিল। ওয়াশিংটন অঙ্গরাজ্যের কিং কাউন্টিতেই কভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন মোট ১০ জন তার মধ্যে দুই জনের মৃত্যু হলো।

এছাড়াও, ইউরোপে ইতালি, মধ্যপ্রাচ্যে ইরান এবং চীনের সীমান্ত সংলগ্ন কোরিয়া উপদ্বীপে করোনাভাইরাসের কারণে সৃষ্ট কভিড-১৯ আক্রান্তদের অবস্থা ভয়াবহ আকার ধারণ করছে বলে সূত্রগুলো জানিয়েছে।

About admin

Check Also

Gratis hardcoreporn filmer smoking – watch free porn online mature milf

Sex Asiatiske kjrlighet dating site asiatiske dating nettsteder toronto Her beskrives alt webcam sex live …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *