দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছেই

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছেই। আগের দিনের মতো গত ২৪ ঘণ্টাতেও নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে হাজারের বেশি। আগের দিন এক হাজার ১৮ জন নতুন করে করোনা পজিটিভ হলেও গত ২৪ ঘণ্টায় এর পরিমাণ ছিল এক হাজার ৫১ জন। এ নিয়ে দেশে সংক্রমণ ছাড়িয়েছে ৫ লাখ ৫৪ হাজার। কেবল শনাক্তের পরিমাণ নয়, নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণও এদিন ছিল ৫ শতাংশের বেশি।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন ছয় জন। একই সময়ে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৩০৭ জন। এ নিয়ে দেশে করোনায় মৃত্যু ছাড়িয়েছে সাড়ে আট হাজার। করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৫ লাখ সাত হাজারের বেশি।

বৃহস্পতিবার (১১ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৮ হাজার ১৪টি। আগের দিনের নমুনাসহ পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৫৮টি। এ নিয়ে দেশে ৪২ লাখ ১৬ হাজার ২৮টি নমুনা পরীক্ষা হলো। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা হয়েছে ৩২ লাখ ৩০ হাজার ৫০৬টি, বেসরকারি ব্যবস্থাপনায় ৯ লাখ ৮৫ হাজার ৫২২টি।

About S Chowdhury

Check Also

পিতৃত্বকালীন ছুটি ছয় মাসের : ভলভো

সন্তান হলে নারী-পুরুষ নির্বিশেষে ৪০ হাজার কর্মীর সবাইকে ছয় মাসের ছুটি দেবে প্রখ্যাত সুইডিশ গাড়ি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *