Breaking News

দেশে একদিনে করোনায় আরও ৫০ জনের মৃত্যু

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫০ মারা গেছেন। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৯২৮ জনের।

এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৬৬৮ জনে দাঁড়িয়েছে। মোট শনাক্ত হয়েছে ২ লাখ ৭ হাজার ৪৫৩ জন।

সোমবার আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৩৬২টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৯২৮ জনের। এ নিয়ে মোট শনাক্ত হয়েছে ২ লাখ ৭ হাজার ৪৫৩ জন।

অধ্যাপক সুলতানা জানান, করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের ৩৫ পুরুষ। এ নিয়ে করোনায় মোট ২ হাজার ৬৬৮ জনের মৃত্যু হয়েছে।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৯১৪ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। এ নিয়ে ১ লাখ ১৩ হাজার ৫৫৬ জন সুস্থ হয়েছেন।

দেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়ার কথা জানানো হয় এবং প্রথম মৃত্যু হয় গত ১৮ মার্চ।

About admin

Check Also

দ্বৈত পাসপোর্টধারী ১৩ হাজার ৯৩১ নাগরিকের তালিকা হাইকোর্টে

দেশে দ্বৈত পাসপোর্টধারীর মোট ১৩ হাজার ৯৩১ জন নাগরিকের তালিকা হাইকোর্টে দাখিল করা হয়েছে। পুলিশের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *