Breaking News

দেশে একদিনে করোনায় আরও ৫০ জনের মৃত্যু

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫০ মারা গেছেন। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৯২৮ জনের।

এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৬৬৮ জনে দাঁড়িয়েছে। মোট শনাক্ত হয়েছে ২ লাখ ৭ হাজার ৪৫৩ জন।

সোমবার আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৩৬২টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৯২৮ জনের। এ নিয়ে মোট শনাক্ত হয়েছে ২ লাখ ৭ হাজার ৪৫৩ জন।

অধ্যাপক সুলতানা জানান, করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের ৩৫ পুরুষ। এ নিয়ে করোনায় মোট ২ হাজার ৬৬৮ জনের মৃত্যু হয়েছে।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৯১৪ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। এ নিয়ে ১ লাখ ১৩ হাজার ৫৫৬ জন সুস্থ হয়েছেন।

দেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়ার কথা জানানো হয় এবং প্রথম মৃত্যু হয় গত ১৮ মার্চ।

About admin

Check Also

Gratis hardcoreporn filmer smoking – watch free porn online mature milf

Sex Asiatiske kjrlighet dating site asiatiske dating nettsteder toronto Her beskrives alt webcam sex live …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *