অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আবিষ্কৃত করোনাভাইরাস প্রতিরোধী টিকা সফল হয়েছে। এ টিকা পরীক্ষামূলকভাবে যাদের শরীরে প্রয়োগ করা হয়েছিল তাদের সবার মধেই অ্যান্টবডি সৃষ্টি হয়েছে। খবর: বিবিসি।
১০৭৭ জনের ওপর পরীক্ষামূলক এ টিকা প্রয়োগ করা হয়। যাদের সবার শরীরে অ্যান্টিবডি ও শ্বেত রক্তকণিকা তৈরি হয়েছে। যা করোনাকে প্রতিরোধ করবে। ইংল্যান্ড ইতিমধ্যে ১ কোটি করোনার টিকা চেয়েছে।
মেডিকেল জার্নাল ল্যানসেট এ অক্সফোর্ডের এ ভ্যাকসিন বিষয়ে এক নিবন্ধ প্রকাশিত হয়।
এর সঙ্গে যুক্ত অধ্যাপক সারা গিলবার্ট বলেন, করোনা মহামারি মোকাবিলার জন্য আমাদের এ টিকা উপযুক্ত কি না তা বুঝতে এখনো কাজ বাকি আছে। তবে এর ফলাফল আশাব্যঞ্জক।
প্রথম ধাপের ফল আজ প্রকাশিত হলেও অক্সফোর্ডের এই ভ্যাকসিনটির তৃতীয় বা চূড়ান্ত পর্যায়ের পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলে ৪২ হাজার স্বেচ্ছাসেবীর দেহে পরীক্ষার ফল পেতে আরও অপেক্ষা করতে হবে। ভ্যাকসিনটির তৃতীয় ধাপের পরীক্ষার জন্য যুক্তরাজ্যে ১০ হাজার মানুষের দেহে তা প্রয়োগ করবে অক্সফোর্ড। এছাড়া যুক্তরাষ্ট্রে ৩০ হাজার ও ব্রাজিলে ২ হাজার স্বেচ্ছাসেবীকে ভ্যাকসিনটি দেয়া হবে।
অক্সফোর্ডের এই ভ্যাকসিনের কোড নাম ChAdOx1 nCoV-19। ভ্যাকসিনের ইতিহাসে অবিশ্বাস্য দ্রুততার সঙ্গে রেকর্ড পরিমান কম সময়ে এই ভ্যাকসিন উদ্ভাবন করা হয়েছে।
যুক্তরাজ্য সরকার এরই মধ্যে এই ভ্যাকসিনের ১০০ মিলিয়ন ডোজের অর্ডার দিয়ে রেখেছে।