Breaking News

লাইফ সাপোর্টে আজিজুল হাকিম

করোনায় আক্রান্ত দেশের জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিমকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তিনি রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। স্ত্রী ও সন্তানসহ এ ভাইরাসে আক্রান্ত হলেও আজিজুল হাকিমের অবস্থা গুরুতর।

বাংলাদেশ পথনাটক পরিষদের সহ-সভাপতি অভিনেতা মিজানুর রহমান আজ শুক্রবার সকালে এ তথ্য জানিয়েছেন। একই সঙ্গে নির্মাতা চয়নিকা চৌধুরীও বিষয়টি নিশ্চিত করেছেন।

এ নিয়ে চয়নিকা চৌধুরী ফেসবুকে লিখেছেন- ‘আজিজুল হাকিম ভাই লাইফ সাপোর্টে। সবাই প্রার্থনা করবেন মিডিয়ার এই অসাধারণ ভালো মানুষটার জন্যে। জিনাত ভাবি তুমি সাহসী, সব ভালো হবে প্রার্থনা!’

এদিকে আজিজুল হাকিমের করোনা আক্রান্তের খবর ও তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন অভিনেত্রী বর্ণা মির্জা। অভিনেত্রী তার নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে এই তথ্য জানিয়েছেন। তিনি লিখেছেন- ‘আমাদের প্রিয় আজিজুল হাকিম ভাই করোনাতে আক্রান্ত, এবং তার সন্তান হৃদ ও জিনাত ভাবীও। হাকিম ভাই লাইফ সাপোর্টে! সবাই দোয়া করবেন’।

About admin

Check Also

Gratis hardcoreporn filmer smoking – watch free porn online mature milf

Sex Asiatiske kjrlighet dating site asiatiske dating nettsteder toronto Her beskrives alt webcam sex live …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *