Breaking News

হংকংয়ে জয়ের দ্বারপ্রান্তে গণতন্ত্রকামীরা

হংকংয়ে ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচনে জয়ের দ্বারপ্রান্তে গণতন্ত্রকামী বিক্ষোভকারীরা। দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত এ তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা বিবিসি।

দেশটির সংবাদপত্র সাউথ চাইনা মর্নিংয়ের দেওয়া তথ্য মতে, এখন পর্যন্ত ৪৫২টি আসনের মধ্যে গণতন্ত্রকামী বিক্ষোভকারীরা পেয়েছে ৩৩৩টি আসন। অন্যদিকে বেইজিং পন্থীরা পেয়েছে মাত্র ৫২টি আসন। চার বছর আগের নির্বাচনে গণতন্ত্রকামীরা শুধুমাত্র ১০০টি আসন পেয়েছিল।

রোববার (২৪ নভেম্বর) উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্য দিয়ে হংকংয়ের ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে চীন বিরোধী চলমান আন্দোলনের মধ্যে নির্বাচনে কোন প্রকার ব্যাঘাত ঘটেনি। নির্বাচনে ১৮টি ডিস্ট্রিক্টে ৪৫২টি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন রেকর্ড পরিমাণ ১১০৪জন প্রার্থী।

দেশটির নির্বাচন কমিশনের তথ্য মতে, এ নির্বাচনে প্রায় ২৯ লাখ ভোটার ভোট দিয়েছেন। যা মোট ভোটারের ৭১ শতাংশ। এর আগে ২০১৫ সালের নির্বাচনে মাত্র ৪৭ শতাংশ ভোট পড়েছিল।

হংকংয়ে কয়েক মাসের অশান্তি, বিক্ষোভ ও সংঘর্ষের পরে সরকারের সমর্থনের পরীক্ষা হিসাবে দেখা হয়েছিল এ নির্বাচনকে।

নির্বাচনে পরাজয়ের পর বেইজিংপন্থী আইন প্রণেতা জুনিয়াস হো বলেন, ‘স্বর্গ ও পৃথিবী উল্টো হয়ে গেছে।’

এদিকে নির্বাচনে জয়ী হয়ে আনন্দ প্রকাশ করছে গণতন্ত্রকামীরা। টমি চিউং নামের এক গণতন্ত্রকামী নেতা বলেন, এটিই গণতন্ত্রের শক্তি ও গণতান্ত্রিক সুনামি।

এদিকে নির্বাচনে যেই জিতুক না কেন, হংকং চীনের একটি অংশ থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

About admin

Check Also

১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া

জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *