Breaking News

জিতেছেন মমতা , তবে পশিমবঙ্গে দাপট মোদির

বুথ ফেরত জরিপের আভাসের চেয়ে বেশি আসন পেয়ে ভারতে আরেকবার ক্ষমতায় আসতে যাচ্ছে বিজেপি। নরেন্দ্র মোদির দল পশ্চিমবঙ্গেও দাপট দেখাচ্ছে। ভোট গণনার প্রাথমিক ফলাফলে ইতিমধ্যে অর্ধেকের বেশি আসন দখল করে ফেলেছে দলটি।

ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে বৃহস্পতিবার সকালে। চূড়ান্ত ফল জানা যাবে রাতে। তার আগে প্রাথমিক ফল থেকে জানা গেছে, পশ্চিমবঙ্গে ইতিমধ্যে ১৭টির মতো আসন দখল করে ফেলেছে নরেন্দ্র মোদির দল।

বাংলাদেশের প্রতিবেশী এই রাজ্যে তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের আধিপত্য এতদিন প্রায় এক একচেটিয়া ছিল। ৪২টি আসনের মধ্যে ৩৮টির মতো আসন থাকত তার দখলে। এবার কে জিতবে সেটি জানার আগে এতটুকু নিশ্চিত যে আগেরবারের মতো অত আসন মমতা ধরে রাখতে পারবেন না।

পশ্চিমবঙ্গে ভোটের আগে মমতা-মোদির বাকযুদ্ধ বেশ আলোচনার জন্ম দিয়েছিল। এর ভেতর বিজেপির আরেক শীর্ষ নেতা অমিত শাহ রাজ্যটিতে জনসভা করতে আসলে রীতিমতো টানটান উত্তেজনা শুরু হয়।

এদিন এনডিটিভির প্রচারিত প্রাথমিক ফলাফলে দেখা যায়, ৫৪২টি আসনের মধ্যে ৫২৪টির গণনায় বিজেপি জোট ৩২৬টি, কংগ্রেস জোট ১০৬টি এবং জোটের বাইরের দলগুলো ৯২টি আসনে এগিয়ে আছে।

About admin

Check Also

১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া

জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *