Breaking News

ভারতে ধর্ষণ-পুড়িয়ে হত্যার ঘটনায় ৪ অভিযুক্তকে ‘ক্রসফায়ার’

ভারতের হায়দরাবাদে এক চিকিৎসককে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত চারজনকে ‘ক্রসফায়ার’ দিয়েছে পুলিশ।

এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, আনন্দবাজার পত্রিকাসহ একাধিক সংবাদমাধ্যম এই খবর প্রকাশ করেছে।

তদন্তের জন্য পুলিশ অভিযুক্ত চারজনকে ঘটনাস্থলে নিয়ে গেলে সেখানে এই ঘটনা ঘটে।

সাইবারাবাদের পুলিশ কমিশনার ভিসি সাজ্জানার জানান, ধর্ষিতা প্রিয়াঙ্কার রেড্ডিকে পুড়িয়ে দেয়ার স্থলে নিয়ে যাওয়া হয়েছিল অভিযুক্তদের। সেখানে পালানোর চেষ্টা করতে গিয়ে পুলিশের গুলিতে তাদের মৃত্যু হয়েছে।

বার্তা সংস্থা এএনআইকে তিনি বলেন, ‘অভিযুক্ত আরিফ, নবীন, শিবা ও চেন্নাকেশাভুলু পুলিশের গুলিতে মারা গিয়েছে। ঘটনাস্থলে নিয়ে যাওয়ার পথে শাদনগরে চাতানপল্লিতে থেকে পালানোর চেষ্টা করে অভিযুক্তরা। শুক্রবার রাত তিনটা থেকে ভোর ছয়টার মধ্যে এই ঘটনা ঘটে।’

প্রসঙ্গত, ২৮ নভেম্বর রাতে ধর্ষণের শিকার হন হায়দরাবাদের তরুণী পশু চিকিৎসক প্রিয়াঙ্কা রেড্ডি। তিনি একটি টুল-বুথের কাছে স্কুটার রেখে গিয়েছিলেন।

অভিযুক্তরা ইচ্ছাকৃত তার স্কুটারের টায়ার পাংচার করে দিয়ে ও তার ফিরে আসার জন্য অপেক্ষা করতে থাকে। প্রিয়াঙ্কা ফিরে এসে স্কুটারের এমন অবস্থা দেখার পর ওই চারজন তাকে সাহায্যের জন্য এগিয়ে আসে। এরপরেই এই নৃশংস ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘটে।

প্রথমে চারজনে মিলে প্রিয়াঙ্কাকে ধর্ষণ করে, পরে ঘটনার আলামত নষ্ট করতে তাকে জীবন্ত পুড়িয়ে দেয় তারা। অভিযুক্তরা ছিল পেশায় ট্রাক ড্রাইভার ও হেলপার।

এই ঘটনা ভারতজুড়ে প্রতিবাদের ঝড় তুলে। ধর্ষণের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে মানুষ। আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও শিরোনাম হয়ে উঠে।

About admin

Check Also

১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া

জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *