Breaking News

প্রাকৃতিক দুর্যোগ থেকে ঘুরে দাঁড়িয়েছে জাপানের অর্থনীতি

ভোক্তাব্যয় ও ব্যবসায় কার্যক্রম চাঙ্গা হওয়ায় গত বছরের চতুর্থ প্রান্তিকে প্রাকৃতিক দুর্যোগের প্রভাব থেকে ঘুরে দাঁড়িয়েছে জাপানের অর্থনীতি। তবে বাণিজ্যবিরোধ ও বিক্রয় কর বৃদ্ধির একটি প্রস্তাবের কারণে ২০১৯ সালের প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্ত হবে বলে ধারণা করা হচ্ছে। খবর রয়টার্স।

গত বছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে জাপানের অর্থনীতি ১ দশমিক ৪০ শতাংশ সম্প্রসারিত হয়েছে। অন্যদিকে বন্যা ও ভূমিকম্পে উৎপাদন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে দেশটির অর্থনীতি ২ দশমিক ৬০ শতাংশ সংকুচিত হয়েছিল।

ক্যাবিনেট অফিস প্রকাশিত উপাত্তে দেখা যায়, জাপানের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকের প্রকৃত রফতানি আগের প্রান্তিকের চেয়ে শূন্য দশমিক ৯০ শতাংশ বেড়েছে, যা কিনা এক বছরে দ্রুততম প্রবৃদ্ধি। রফতানি বাড়া সত্ত্বেও অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন, চীন-মার্কিন বাণিজ্যবিরোধ নিরসন না হলে চলতি বছর রফতানি দুর্বল হয়ে পড়বে।

About admin

Check Also

Gratis hardcoreporn filmer smoking – watch free porn online mature milf

Sex Asiatiske kjrlighet dating site asiatiske dating nettsteder toronto Her beskrives alt webcam sex live …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *