ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো গত বছর জাপানের জমির গড় মূল্য হ্রাস পেয়েছে। কভিড-১৯ মহামারীর কারণে শহুরে বাণিজ্যিক জমির চাহিদা কমে যাওয়ায় এমনটা হয়েছে বলে জানিয়েছে সরকার। ১ জানুয়ারির হিসাবে দেশটির আবাসিক, শিল্পসহ সব প্রকার জমির দাম এক বছর আগের তুলনায় শূন্য দশমিক ৫ শতাংশ কমেছে। যেখানে এক বছর আগে এ জমির দাম ১ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। খবর কিয়োডো নিউজ।
দেশটির তিনটি বৃহত্তম মহানগরীয় অঞ্চল টোকিও, ওসাকা ও নাগোয়ায় সব ধরনের জমির দাম আগের বছরের তুলনায় শূন্য দশমিক ৭ শতাংশ কমেছে। পাশাপাশি গ্রামীণ অঞ্চলের জমির দাম তুলনামূলক কম শূন্য দশমিক ৩ শতাংশ কমেছে।
জাপানের সংক্রমণ কমে আসায় ২০২০ সালে দ্বিতীয়ার্ধে জমির মূল্য কিছুটা পুনরুদ্ধার হয়েছিল। তবে নিকট ভবিষ্যতে পুরোপুরি পুনরুদ্ধারের সম্ভাবনা নেই। কারণ চলতি সপ্তাহ পর্যন্ত দেশটির রাজধানীসহ কিছু অঞ্চলে জরুরি অবস্থা জারি ছিল। পর্যটনকেন্দ্রগুলোর হোটেল ও স্টোরগুলোর চাহিদা কমে যাওয়ায় দেশজুড়ে বাণিজ্যিক জমির দাম সাত বছরের মধ্যে প্রথমবারের মতো শূন্য দশমিক ৮ শতাংশ কমেছে।