Breaking News

জাপানের বাজারে স্যামসাংয়ের দখল ৬ বছরের সর্বোচ্চে

জাপানের বাজারে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে স্যামসাংয়ের সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস১০। এ পর্যন্ত রেকর্ড বিক্রি হয়েছে ফোনটি। ফলে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে জাপানের বাজারে স্যামসাং মোবাইলের অংশীদারত্ব ছয় বছরের মধ্যে সর্বোচ্চে পৌঁছে গেছে। খবর কোরিয়া টাইমস।

স্মার্টফোন বিক্রির দিক থেকে স্যামসাং বিশ্বে প্রথম হলেও প্রতিবেশী জাপানের বাজারে কখনই অ্যাপলের প্রতিযোগী হয়ে উঠতে পারেনি। ছয় বছরের মধ্যে দ্বিতীয় প্রান্তিকের বাজার অংশীদারত্বই সর্বোচ্চ।

জাপানের বাজারে ২০১৩ সাল থেকেই স্যামসাংয়ের দখল ৫ শতাংশের আশপাশেই রয়েছে। তবে ২০১৬ সালে অ্যাপলের আধিপত্য ও জাপানি ফোন প্রস্তুতকারকদের উত্থানে কোরীয় কোম্পানিটির বাজার অংশীদারত্ব ৩ দশমিক ৪ শতাংশে নেমে যায়।

জাপানি ক্রেতাদের নজর কাড়তে গত মার্চে রাজধানী টোকিওর জনবহুল হারাজুকু জেলায় গ্যালাক্সির একটি শোকেস স্টোর খুলেছে স্যামসাং। দর্শনার্থী আকর্ষণ করতে ভিডিও গেম প্রতিযোগিতাসহ নিয়মিত নানা আয়োজনও করা হয়। ২০২০ সালে অনুষ্ঠেয় টোকিও অলিম্পিক সামনে রেখে গত জুলাইয়ে গ্যালাক্সি এস১০ প্লাসের অলিম্পিক সংস্করণ বাজারে এনেছে স্যামসাং।

জাপানের মোবাইল ফোন বাজারে অ্যাপল ও স্যামসাংয়ের পরই শীর্ষে রয়েছে শার্প, এ কোম্পানির দখলে রয়েছে ৭ দশমিক ২ শতাংশ বাজার। এর পরই রয়েছে সনি (৭ শতাংশ)। এছাড়া চীনা হুয়াওয়েরও উল্লেখযোগ্য অংশ দখলে রয়েছে। ২০১৮ সালে কোম্পানিটির দখলে ছিল ৫ দশমিক ৯ শতাংশ। তবে চীন-মার্কিন বাণিজ্য বিরোধের পরিপ্রেক্ষিতে এ বছর অংশীদারত্ব কমে ৩ দশমিক ৩ শতাংশে নেমে এসেছে।

About admin

Check Also

১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া

জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *