Breaking News

প্রবৃদ্ধি ঝুঁকির সামনে জাপান

চলতি বছর জাপানের অর্থনৈতিক প্রবৃদ্ধি মাঝারি গোছের কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে জাপান সেন্টার ফর ইকোনমিক রিসার্চ (জেসিইআর)। ভোগ কর বৃদ্ধিসহ বৈশ্বিক অর্থনীতি মন্থর থাকায় দেশটির ভোগ ব্যয় ও রফতানি কমায় প্রবৃদ্ধি হ্রাসের এ পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি। খবর জাপানটুডে।
বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিটির প্রবৃদ্ধি ২০২০ অর্থবছরে ছয় বছরের দ্বিতীয় শ্লথ অবস্থার মুখোমুখি হতে পারে। এদিকে ২০১৯ অর্থবছরে এ অর্থনীতি বেড়েছিল দশমিক ৮৭ শতাংশ, যা গত তিন বছরের সর্বোচ্চ।
অন্যদিকে আসন্ন নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনর্নির্বাচিত হলে জাপানের প্রবৃদ্ধি পূর্বাভাসের তুলনায় বেশি খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে ট্রাম্প অর্থনীতির ক্ষেত্রে সংরক্ষণবাদী ‘আমেরিকা ফার্স্ট’ নীতি জোরদার করলে জাপানের প্রবৃদ্ধি প্রত্যাশার তুলনায় বেশি কমতে পারে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে।
গত বছরের ১ অক্টোবর দেশটির ভোগ কর ৮ শতাংশ থেকে বেড়ে ১০ শতাংশে দাঁড়ায়। এটি দেশটির বেসরকারি ভোগ হ্রাসের ইঙ্গিত দেয় বলে জানিয়েছেন কোনো কোনো অর্থনীতিবিদ।
এদিকে ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্যযুদ্ধের ধকল সামলাতে হিমশিম খাচ্ছে বেইজিং। চীনের অর্থনৈতিক পূর্বাভাস নিয়ে এখনো নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। বিশ্ব অর্থনীতির প্রধান দুই শক্তির মধ্যে সম্প্রতি প্রথম পর্যায়ের বাণিজ্য চুক্তির আলোচনা অনেক দূর এগোলেও দেশ দুটির মধ্যে বাণিজ্যিক দ্বন্দ্ব সহসা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

About admin

Check Also

১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া

জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *