Breaking News

বাংলাদেশিদের প্রবেশ আরও কঠিন করলো জাপান সরকার

বাংলাদেশসহ মোট চারটি দেশ থেকে কেউ জাপানে পুনঃপ্রবেশ করতে চাইলে কভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট দেখাতে তো হবেই, সঙ্গে দূতাবাসের বিশেষ অনুমতিপত্রও লাগবে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে উদ্ধৃত করে সোমবার জাপান টাইমস জানিয়েছে, বাংলাদেশ বাদে বাকি তিনটি দেশ পাকিস্তান, ফিলিপাইনস এবং পেরু।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জাপান সরকার মনে করছে এই দেশগুলোতে সংক্রমণের হার বাড়ছে।

সামনের শুক্রবার থেকে নতুন নির্দেশনা কার্যকর হবে।

নতুন নির্দেশনা ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু জাপান সরকার বলছে, বিমানবন্দরে এই দেশগুলো থেকে ফেরা যাত্রীদের মধ্যে কভিড-১৯ পজিটিভ রোগীর সংখ্যা বাড়তে থাকায় আগেভাগে নির্দেশনাটি কার্যকর করা হচ্ছে।

ভ্রমণ নিষেধাজ্ঞার আগে জাপান থেকে এই চার দেশে যাওয়া মানুষেরা নতুন করে দেশটিতে ঢুকতে চাইলে বিমানে ওঠার ৭২ ঘণ্টার ভেতরে করা পিসিআর টেস্টের ফলাফল দেখাতে হবে। পাশাপাশি যে ছাড়পত্র দেখাতে হবে সেটি দূতাবাস কিংবা কনস্যুলার অফিস থেকে নেয়া যাবে।

About admin

Check Also

১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া

জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *